সেনাবাহিনীর এভিয়েশন কোরে দুই নারী পাইলট - বাংলাদেশের তরুণীদের অনুপ্রেরণা

বাংলাদেশের ইতিহাসে ২০১৫ সাল থেকেই জায়গা করে নিয়েছে যে দুইটি নারীর নাম তারা হলেন ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন এবং ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার । প্রথমবারের মতো আর্মি এভিয়েশনে যুক্ত হতে কঠোর পরীক্ষা পার করে ২০১৪ সালের ১৬ নভেম্বর প্রশিক্ষণ শুরু করেন ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন এবং ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার। ক্যাপ্টেন নাজিয়া নুসরাত এর স্বামি মেজর স্বামী মেজর মাহমুদ এবং শাহরিনা বিনতে আনোয়ার এর স্বামি বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট খালিদ তাদের এই যাত্রায় সার্বিক ভাবে উৎসাহ এবং সহযোগিতা করে গেছেন । এই দুই কাপল রা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এক যুগান্তকারী অধ্যায় হয়ে থাকবে For the first time ever in the history of Bangladesh Army, two female probationer pilots successfully managed their single and dual flight in the army aviation group in the capital Dhaka . ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ও ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন। কোরের সকল আবশ্যিক কোর...