বেনাপোল সীমান্তে বিএসএফের গুলি

বর্ডার গার্ড বাংলাদেশের স্থানীয় অফিস বলছে যশোরের বেনাপোল সীমান্তে সাদিপুর গ্রামের মুন্না মিয়া নামে এক কিশোর তাদের গরু আনতে ভারত সীমান্তের মধ্যে ঢুকে পড়ে এবং
গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে মুন্না মিয়া গুলিবিদ্ধ হন।

তাকে উদ্ধার করে প্রথমে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে এ ঘটনার মৌখিক এবং লিখিত প্রতিবাদ লিপি পাঠানো হলেও বিএসএফ এর পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনো উত্তর আসেনি।

গত ১২ই এপ্রিল বাংলাদেশের আরেকটি সীমান্ত এলাকা রাজশাহীর চর সোনাইকান্দিতে ভারতীয় সীমান্তে ভারতের একজন নাগরিক বিএসএফ র গুলিতে মারা যায়।

সীমান্তে গুলির ঘটনা বন্ধ করার লক্ষ্যে বেশ কয়েক মাস ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়েও জোর বৈঠক হয়েছে, কিন্তু বিষয়টি সমাধানের লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

Comments

Popular posts from this blog

Scams impersonating financial regulator double

Judge Kavanaugh Confirmation & Dirty Politicalized Media