বিশ্বের সবচেয়ে বড় লেহেঙ্গা শাড়ি গায়ে দিয়ে রেকর্ড গড়লেন অভিনেত্রী জয়া আহসান



অভিনেত্রী জয়া আহসানের গায়ে ৪০০ ফুটের লেহেঙ্গা শাড়ি।  শাড়িটির আরেকটি বিশেষত্ব হলো, পুরো শাড়িতে কোনো জোড়া নেই। জানা গেছে, গিনেস বুকে স্থান পাওয়ার জন্য শাড়িটি তৈরি করেছে প্রেম’স কালেকশন। গতকাল রোববার সন্ধ্যায় গুলশান-১ নম্বরে এই প্রতিষ্ঠানের শো রুমে প্রদর্শন করা হয় শাড়িটি।



প্রেম’স কালেকশনের মতে, জয়া আহসান যে শাড়িটি প্রদর্শন করেছেন, এটির দৈর্ঘ্য ৪০০ ফুট। এত লম্বা আর কোনো জোড়া ছাড়া লেহেঙ্গা শাড়ি এর আগে তৈরি হয়নি। বিশ্বের সবচেয়ে বড় লেহেঙ্গা শাড়ির রেকর্ড গড়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল এই আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।



গতকাল এক জাতীয় দৈনিক পত্রিকাকে জয়া আহসান বলেন,  ‘যতটুকু জেনেছি, ৪০০ ফুট দৈর্ঘ্যের কোনো লেহেঙ্গা শাড়ি এর আগে তৈরি হয়নি। গিনেস বুকে স্থান পাওয়ার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ শাড়িটি প্রথম প্রদর্শনের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমার জন্য খুবই গর্বের। আশা করছি, শাড়িটি রেকর্ড গড়তে পারবে।’

জয়া আহসান আরও বলেন, ‘পুরো শাড়ি পরা মোটেও সম্ভব না। আমার পেছনে ২০ জন মডেল শাড়ির বাড়তি অংশ বহন করেছেন। এই শাড়ির সঙ্গে আরেকটি ড্রেসও ছিল।’

Comments

Popular posts from this blog

Depop, Vinted and other apps to share info with tax body

Scams impersonating financial regulator double