প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে মাদক নির্মূল অভিযান - কাজ করছে র‍্যাব




র‍্যাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৩ মে ২০১৮   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  


‘আমি র‌্যাবকে অনুরোধ করব, জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন আমরা অভিযান চালিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি, তেমনি এখন মাদকের বিরুদ্ধেও এই অভিযান অব্যাহত রাখতে হবে"

  এর পর থেকে  র‍্যাব ও পুলিশের হাতে ক্রসফায়ারে মারা গেছে  ৩৭ জন মাদক ব্যাবসায়ি । শেখ হাসিনা বলেন, মাদকবিরোধী অভিযানে ইতিমধ্যেই যথেষ্ট সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা যাতে এর ছোবল থেকে দূরে থাকতে পারে, তার ব্যবস্থা ব্যাপকভাবে নিতে হবে।’

তিনি ইতিমধ্যেই ইয়াবা চোরাচালান প্রতিরোধে নাফ নদীতে মাছ ধরা বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ওই নদীতে মাছ ধরা নৌকায় করে ইয়াবা পাচার হয়। এ নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলছে



Comments

Popular posts from this blog

Depop, Vinted and other apps to share info with tax body

Scams impersonating financial regulator double