জিমেইলে যোগ হতে চলছে নতুন দুই ফিচার



গুগলের জিমেইলে সম্প্রতি সংযোজন করা হচ্ছে নতুন দুইটি ফিচার। ফিচার দুইটি হলো ন্যুজ এবং অফলাইন মোড। তবে, ফিচার দুইটি হাতে পাওয়ার জন্য ইউজারদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।

ন্যুজ
ন্যুজ নামেই রয়েছে পুরো বিষয়টি। বাদ পড়ে যাওয়া মেইল সর্ম্পকে ইউজারদের পুনরায় মনে করিয়ে দেবে ফিচারটি। পাশাপাশি, কোন মেইলের উত্তর দেওয়া বাদ পড়লে সেগুলির বিষয়ে নোটিফিকেশন পাঠানোর দায়িত্বও থাকবে ফিচারটির উপর।

অপশনটি ইউজারের অপছন্দ হলে, সেটিং চেঞ্জের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব হবে।

অফলাইন মোড
অফলাইন মোড, এটির মাধ্যমে ইউজার জি-মেলের সুবিধা পাবেন বিনা ইন্টারনেট পরিসেবায় কানেকশন ছাড়াও লেখা, মুছে ফেলা, সার্চ এই কাজগুলি করতে পারবেন।
ন্যুজ ফিচারের মতনই অফলাইন মোডের অপশনটি টার্ন অন করার সুযোগ থাকবে। যাতে পরে সেটি ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। অফলাইন মোডের প্রয়োজন না হলে আপনি এটিকে সহজেই সরিয়ে দিতে পারেন। সেজন্য ইউজারকে করতে হবে, সেটিং-অফলাইন মোড-এনাবেল অফলাইন জি-মেইল।

অফলাইন মেল অপশানটি অ্যাকটিভেট করার জন্য কতদিনের জন্য এই অপশনটি ইউজার ব্যবহার করতে চাইছেন, সে সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে পেজটির একেবারে নিচে সেভ চেঞ্জেস অপশানটিতে ক্লিক করে।

Comments

Popular posts from this blog

Why Ukraine crisis could cause global price rises

List Of Pouroshava Of Bangladesh

Ferry firms to meet officials over P&O fallout