দেশের ৮টি জেলায় স্থাপন করা হয়েছে বজ্রপাত চিহ্নিতকরণ যন্ত্র




বিগত কয়েক বছরে অস্বাভাবিক বজ্রপাতের কারনে মৃত্যুর হার বেড়ে যাওয়াতে, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে  লাইটনিং ডিটেকশন  সেন্সর স্থাপন করেছে  । 

 ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অর্থাৎ ৮ বছরে বজ্রপাতের ঘটনায় ১ হাজার ৮শ'র বেশি মানুষ মারা গেছে। এই বৎসর  ও হতাহতের ঘটনা ঘটছে । 

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে সম্প্রতি বজ্রপাত বেশি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বজ্রপাতে প্রাণহানির ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। তাই বজ্রপাতকেও একটি দুযোর্গ হিসেবে চিহ্নিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তারই পরিপ্রেক্ষিতে এই লাইটনিং ডিটেকটিভ সেন্সর বসানোর কথা জানায় তারা। আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ এই সেন্সর ব্যবহার করে সুফল পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা



Image result for lightning detection system

ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয় ছাড়াও ময়মনসিংহ, সিলেট, পঞ্চগড়, নওগাঁ, খুলনা পটুয়াখালী এবং চট্টগ্রামে এই সেন্সর বসানো হয়েছে। এই যন্ত্রপাতি কেনায় খরচ হয়েছে প্রায় ২০ কোটি টাকা। 



বিডিনিউজ নেট টুয়েন্টিফোর ডট কম   বার্তা কক্ষ - 
AK

Comments

Popular posts from this blog

Ferry firms to meet officials over P&O fallout

Elon Musk's X sues Media Matters over antisemitism analysis

Just Stop Oil protests: Activists arrested over M25 services damage