ভারতে কারাগারের ভিতরে পুলিশের সামনে গ্যাংস্টারঃ মুন্না বাজরাঙ্গি কে খুন





আজ সোমবার সকালে ভারতের উত্তর প্রদেশের এক কারাগারে এক প্রভাবশালি গ্যাংস্টার মুন্না বাজরাঙ্গি
কে মাথায় দশবার গুলি করে হত্যা করা হয় পুলিশের সামনে । জেলের ভিতর ও পুলিশের সামনে কিভাবে একজন হাই প্রোফাইল সন্ত্রাসীকে আরেক সন্ত্রাসী হত্যা করে তা নিয়ে প্রশ্ন । এতে ভারতের পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সামরথ নিয়ে প্রশ্ন উঠে ।

বাজরাঙ্গি উত্তর প্রদেশের বিজেপি নেতা কিশান রাই এর হত্যাকান্ডের প্রধান আসামী । জেলের ভিতর গুলি করে হত্যা করার পিছনে ক্ষমতাসীন বিজেপি দলের অনেক কর্তা ব্যাক্তি জড়িত আছে বলে ধারনা করা যায়

Comments

Popular posts from this blog

Why Ukraine crisis could cause global price rises

List Of Pouroshava Of Bangladesh