কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিবে সৌদি আরব





বিশ্বে চলচ্চিত্র জগতের অন্যতম জমজমাট আসর হিসাবে মানা হয় কান চলচ্চিত্র উৎসবকে। প্রতি বছর এতে অংশগ্রহণ করে থাকে  বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা।

 আর চলতি বছরের ৮-১৯ মে ফ্রান্সের দক্ষিণ সমুদ্র তীরবর্তী শহর কানে বসতে যাচ্ছে এই উৎসবের ৭১তম আসর। আর এবার প্রথমবারের মত এতে অংশ নিবে সৌদি আরব।


সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী এবং জেনারেল কালচার অথরিটির (জিসিএ) চেয়ারম্যান আওয়াদ আলাওয়াদ এক বিবৃতিতে বলেছেন, সৌদি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভা ও বৈচিত্রতা তুলে ধরতে এ উৎসবে অভিষেকের অপেক্ষায় সৌদি আরব।



তিনি আরো বলেছেন, একটি উন্নত ও টেকসই ইন্ডাস্ট্রি গড়ার লক্ষ্যে চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা ও উৎসাহ দান করছে। পাশাপাশি বিশ্বের নির্মাতাদের সামনে মেলে ধরছে নৈসর্গিক সব স্থান, যা তারা ব্যবহার করতে পারবে।



৩৫ বছরের বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরের সিনেমা হলগুলো নিষেধাজ্ঞার কারণে বন্ধ ছিল। সম্প্রতি সিনেমা প্রদর্শনের নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি।

আশা করা হচ্ছে এ উৎসবে দেশটির নবীন নির্মাতাদের মোট নয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।




Comments

Popular posts from this blog

Why Ukraine crisis could cause global price rises

Ferry firms to meet officials over P&O fallout

Just Stop Oil protests: Activists arrested over M25 services damage