Posts

3.45 Billion USD : Defense Budget Of Bangladesh 2018-2019

Image
Bangladesh armed forces account for 6 per cent of Bangladesh’s annual budget, totaling $3.2 billion in the year 2017-2018 . The 2018-19 defence budget also amounts to 6.2% of total annual government expenditure and about 1.3% of GDP. Read More

১০ দিনে ক্রসফায়ারে ৩৮ জন ইয়াবা ব্যাবসায়ি - মাদক নির্মূলে র‍্যাব ইন একশন

Image
৩ মে প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে র‍্যাবকে সোচ্চার হওয়ার কথা বলার পর থেকে ৪ মে থেকে ১৩ মে বিশেষ অভিযান শুরু করে র‍্যাব। গত দশ দিনে  নে র‍্যাব ৩ হাজার জন মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। ২০ লাখের বেশি টাকা জরিমানা করেছে। প্রায় ১৫ কোটি টাকা মূল্যের মাদক আটক করেছে। ৩৮১ জনের বিরুদ্ধ মামলা করা হয়েছে। এর আগে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ১৪ মে ঢাকায় সংবাদ সম্মেলন করে মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মাদকসেবী ও ব্যবসায়ীদের মাদক সেবন না করা ও ব্যবসা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন , ‘আমরা চাইব, যাঁরা মাদক সেবন করবেন, তাঁরা আর মাদক নেবেন না, যারা ব্যবসা করেন তারা মাদক বিক্রি বন্ধ করবেন।’ কারও কাছে মাদক থাকলে তা র‍্যাবের ক্যাম্পের পাশে ফেলে যাওয়ার অনুরোধ করে তিনি বলেন, ‘ফেলে রেখে এলে আমরা তা সহজেই ধ্বংস করতে পারব।’ মাদকের হাত থেকে নিস্তার পেতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 

প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে মাদক নির্মূল অভিযান - কাজ করছে র‍্যাব

Image
র‍্যাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৩ মে ২০১৮   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,   ‘আমি র‌্যাবকে অনুরোধ করব, জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন আমরা অভিযান চালিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি, তেমনি এখন মাদকের বিরুদ্ধেও এই অভিযান অব্যাহত রাখতে হবে"   এর পর থেকে  র‍্যাব ও পুলিশের হাতে ক্রসফায়ারে মারা গেছে  ৩৭ জন মাদক ব্যাবসায়ি । শেখ হাসিনা বলেন, মাদকবিরোধী অভিযানে ইতিমধ্যেই যথেষ্ট সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা যাতে এর ছোবল থেকে দূরে থাকতে পারে, তার ব্যবস্থা ব্যাপকভাবে নিতে হবে।’ তিনি ইতিমধ্যেই ইয়াবা চোরাচালান প্রতিরোধে নাফ নদীতে মাছ ধরা বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ওই নদীতে মাছ ধরা নৌকায় করে ইয়াবা পাচার হয়। এ নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলছে

মাদক ইস্যুতে কাউকে ছাড় দেব না:স্বরাষ্ট্রমন্ত্রী

Image
চলমান মাদকবিরোধী অভিযানের এর ব্যাপারে মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন মন্ত্রী। আর বন্দুকযুদ্ধ নিয়ে ওঠা প্রশ্নে তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধই হচ্ছে। কক্সবাজারের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি তার বিরুদ্ধে মাদক ব্যবসায় সংশ্লিষ্টতার অভিযোগ অনেক দিনের। বর্তমানে চলমান মাদকবিরোধী অভিযানের ফলে তার নাম পুনরায় আলোচনায় এসছে। সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় তাকে নিয়ে সমলোচনার ঝড় বইছে। সাংবাদিকরা মন্ত্রীর কাছে সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। সে বদি হোক আর যেই হোক। সঠিক প্রমাণাদি আমরা যার বিরুদ্ধে পাচ্ছি আমরা তাকেই গ্রেফতার করছি। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, সে সংসদ সদস্য হোক আর যেই হোক। তথ্য যেসব আসছে আমরা প্রমাণাদি জোগাড় না করে নক করছি না। আপনাদের কাছে যদি প্রমাণ থাকে পাঠিয়ে দিন। শুধু তার নয়, যে কারও বিরুদ্ধে যদি...

১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা

Image
আগামী ২২ ই জুন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ। এই পরীক্ষার ফল প্রকাশের আগে ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা’ জানিয়ে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দিয়েছে ইউজিসি। এতে বলা হয়েছে, “কেউ অনুমোদনবিহীন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অননুমোদিত ক্যাম্পাস বা অননুমোদিত কোনো প্রোগ্রাম বা কোর্সে ভর্তি হলে তার দায়-দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি নেবে না।” বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাস ও প্রোগামে ভর্তি হতে পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশে বর্তমানে ১০১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুমোদন আছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ৯১টি বিশ্ববিদ্যালয়ে। ৯১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও এর মধ্যে ৬০টিতে উপাচার্য, ২০টিতে উপ-উপাচার্য এবং ৪৪টিতে কোষাধ্যক্ষ রয়েছে। বাকিগুলোতে শীর্ষ পদ ফাঁকা রেখেই চলছে শিক্ষা কার্যক্রম। বিজ্ঞপ্তিতে ইউজিসি বলছে, ১৪ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইবাই...

ভারতে পরিবেশ আন্দোলনকারীদের পুলিশের গুলিঃ নিহত ১০

Image
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি কপার কারখানা বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভে গুলি চালায় পুলিশ। এতে দুই নারীসহ ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫জন।। বার্ষিক চার লাখ টন কপার উৎপাদনে সক্ষম কারখানাটি বিক্ষোভের কারণে ৫০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের সদর দফতর ও বেদান্ত রিসোর্চের কর্মচারীদের এপার্টমেন্ট ভবনের বাইরে কালো পতাকা প্রদর্শনের সময় বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করে পুলিশ। রাজ্যের পুলিশ কর্মকর্তা কপিল কুমার সরকার রয়টার্সকে বলেছেন, বিক্ষোভকারীরা যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর পাথর নিক্ষেপ করলে গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।  স্থানীয়দের অভিযোগ এই বড় কপার কারখানাটি পরিবেশ দূষণ ও মৎস সম্পদকে ঝুঁকির মুখে ফেলছে। স্থানীয় টেলিভিশনের খবরে দেখানো হয়েছে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। রাজ্যের মন্ত্রী ডি জয় কুমার টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেছেন,  মঙ্গলবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ যে গুলি চালিয়েছে তা এড়ানোর কোনও উপায় ছিল না। উল্লেখ্য যে, ভারতের পরিবেশ আদালতের রায়ে ২০১৩ একবার...

জিমেইলে যোগ হতে চলছে নতুন দুই ফিচার

Image
গুগলের জিমেইলে সম্প্রতি সংযোজন করা হচ্ছে নতুন দুইটি ফিচার। ফিচার দুইটি হলো ন্যুজ এবং অফলাইন মোড। তবে, ফিচার দুইটি হাতে পাওয়ার জন্য ইউজারদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। ন্যুজ ন্যুজ নামেই রয়েছে পুরো বিষয়টি। বাদ পড়ে যাওয়া মেইল সর্ম্পকে ইউজারদের পুনরায় মনে করিয়ে দেবে ফিচারটি। পাশাপাশি, কোন মেইলের উত্তর দেওয়া বাদ পড়লে সেগুলির বিষয়ে নোটিফিকেশন পাঠানোর দায়িত্বও থাকবে ফিচারটির উপর। অপশনটি ইউজারের অপছন্দ হলে, সেটিং চেঞ্জের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব হবে। অফলাইন মোড অফলাইন মোড, এটির মাধ্যমে ইউজার জি-মেলের সুবিধা পাবেন বিনা ইন্টারনেট পরিসেবায় কানেকশন ছাড়াও লেখা, মুছে ফেলা, সার্চ এই কাজগুলি করতে পারবেন। ন্যুজ ফিচারের মতনই অফলাইন মোডের অপশনটি টার্ন অন করার সুযোগ থাকবে। যাতে পরে সেটি ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। অফলাইন মোডের প্রয়োজন না হলে আপনি এটিকে সহজেই সরিয়ে দিতে পারেন। সেজন্য ইউজারকে করতে হবে, সেটিং-অফলাইন মোড-এনাবেল অফলাইন জি-মেইল। অফলাইন মেল অপশানটি অ্যাকটিভেট করার জন্য কতদিনের জন্য এই অপশনটি ইউজার ব্যবহার করতে চাইছেন, সে সংক্রান্ত প্রয়োজন...