১০ দিনে ক্রসফায়ারে ৩৮ জন ইয়াবা ব্যাবসায়ি - মাদক নির্মূলে র্যাব ইন একশন

৩ মে প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে র্যাবকে সোচ্চার হওয়ার কথা বলার পর থেকে ৪ মে থেকে ১৩ মে বিশেষ অভিযান শুরু করে র্যাব। গত দশ দিনে নে র্যাব ৩ হাজার জন মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। ২০ লাখের বেশি টাকা জরিমানা করেছে। প্রায় ১৫ কোটি টাকা মূল্যের মাদক আটক করেছে। ৩৮১ জনের বিরুদ্ধ মামলা করা হয়েছে। এর আগে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ১৪ মে ঢাকায় সংবাদ সম্মেলন করে মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মাদকসেবী ও ব্যবসায়ীদের মাদক সেবন না করা ও ব্যবসা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন , ‘আমরা চাইব, যাঁরা মাদক সেবন করবেন, তাঁরা আর মাদক নেবেন না, যারা ব্যবসা করেন তারা মাদক বিক্রি বন্ধ করবেন।’ কারও কাছে মাদক থাকলে তা র্যাবের ক্যাম্পের পাশে ফেলে যাওয়ার অনুরোধ করে তিনি বলেন, ‘ফেলে রেখে এলে আমরা তা সহজেই ধ্বংস করতে পারব।’ মাদকের হাত থেকে নিস্তার পেতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন,